যুগযুগ ধরে সামরিক বাহিনীর প্রধান কাজ ছিল বহিঃশত্রু হতে নিজেদের রাজ্য রক্ষা অথবা রাজার হয়ে নতুন রাজ্য দখল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ঔপনিবেশিক পরবর্তী যুগে থেকে কিছু উচ্চাভিলাষী সামরিক অফিসার এক নতুন ভূমিকায় অবতীর্ণ হয়; তারা সৎ শাসনের দোহাই দিয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতাদের উচ্ছেদ করে রাষ্ট্র ক্ষমতা দখল করে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য শুরু করে অন্যায়, অবিচার, দুর্নীতি, চুরি, নৃশংস নির্যাতন, গুম, খুন ও গণহত্যার বিভীষিকাময় কালো অধ্যায়। ‘সামরিক স্বৈরশাসকদের অজানা উপাখ্যান’ গ্রন্থটিতে তিন দেশের এরকম তিন জন কুখ্যাত স্বৈরশাসকের স্বৈরশাসনের বিভীষিকাময় কালো অধ্যায়ের প্রেক্ষাপট, স্বৈরশাসনের সবিস্তার এবং স্বৈরশাসন পরবর্তী অবস্থা বর্ণনা করা হয়েছে।