‘মাত্রা’ বইটিতে মূলত তিনটি সাইকোলজিক্যাল থ্রিলারের সমন্বয়ে গঠিত। এই তিনটি গল্পই সম্পূর্ণ ভিন্নধর্মী। প্রথম গল্পটি হচ্ছে তিনটির মধ্যে সবচেয়ে ছোট যার নাম হচ্ছে ‘আমি’। এরপর দ্বিতীয় গল্পটির নাম হচ্ছে ‘রিটার্ন টিকেট’, এটা প্রথম গল্পের চেয়ে বড়। শেষ গল্পটির নাম হচ্ছে ‘চক্র’। ‘চক্র’ হচ্ছে মাত্রা বইয়ের সবচেয়ে বড় সাইকোলজিক্যাল থ্রিলার। এখানে তিনটি গল্প অবশ্যই সম্পূর্ণ পড়তে হবে, না হলে গল্পের কিছু বোঝা যাবে না। ‘আমি’ গল্পটা হচ্ছে অনেক বেশি ব্যতিক্রমধর্মী। দ্বিতীয় গল্প ‘রিটার্ন টিকেট’ রহস্যময় একটা গল্প এবং সর্বশেষ গল্পটি হলো ‘চক্র’। এটা তার লেখা প্রথম গল্পগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গল্প। কারণ এই গল্পটির অর্ধেক অংশ বিপরীত কালানুক্রমে (Reverse Chronology) লেখা হয়েছে। এই গল্পগুলো সম্পূর্ণ পড়লে আশা করি ভালো লাগবে।