ছানাবড়ার প্রতি অবোদ্ধা অকবি পাঠকদের অকুণ্ঠ ভালোবাসার-প্রকাশ্য-অপ্রকাশ্য, প্রত্যক্ষ- পরোক্ষ, সরব-নীরব-প্রেক্ষিতে আরও কিছু শব্দের বাগ্-ব্যবহারকে ছন্দোবদ্ধ আকারে উপস্থাপনের লালসা দমন করা সম্ভব না হওয়ার প্রমাণ। যখনই শব্দ সন্ধান চোখে পড়েছে তখনই কলম হাতে নেবার জন্যে হৃদয়ের ছটফটানি টের পেয়েছি। যখনই লিখতে বসেছি তখনই চমৎকার অলৌকিক সাফল্যের আনন্দধারা উপভোগ করেছি; যাকে বলা যায় শব্দের কাছে অসহায় আত্মসমর্পণ, শব্দ পক্ষের উদার উদ্বাহু-বন্ধন। তাই প্রবল পারিবারিক প্রতিরোধ সত্ত্বেও সংগোপনে ‘মূর্ধন্য’-এর সঙ্গে আঁতাত এবং অতঃপর সম্মতি আদায়ের ব্যবস্থা করে কিছুটা সৎ সাহসের পরিচয় দিলাম। আধুনিক কবিতা যা পারেনি সমকালীন ছড়া তা দুর্দান্তভাবে পেরেছে। এর কিছুটা স্পর্শ কিছুটা কৃতিত্ব দাবি করতে চাই। সেজন্যে ছড়া-ছড়ি নিয়ে হাজির হয়েছি। যারা তাচ্ছিল্য করবে তারা বঞ্চিত হবে। যারা দুহাত বাড়াবে বারবার রস অধিগত করার তৃষ্ণা প্রদর্শন করবে তারা কিছু না কিছু উপভোগে তৃপ্ত হবেন– এই প্রত্যাশা।