কবি ফাহিমুল ইসলাম-এর এ পর্যন্ত প্রকাশিত পাঁচটি কাব্যগ্রন্থের সমাহার এই কবিতাসমগ্র। খুব বেশিদিন লিখছেন না। ২০১৮-তে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অমিয় প্রেমের বেলা-অবেলা’ প্রকাশিত হয়। প্রথম কাব্যগ্রন্থের পাঠকপ্রিয়তা তাঁকে লিখতে অনুপ্রাণিত করেছে। এর পরে তার আরও চারটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। মৃত ভালােবাসা, প্রেম, বিরহ, আর্তি, অক্ষমতার গ্লানি, হতাশা, প্রকৃতি, শৈশব-কৈশােরের স্মৃতিময় জগত নিয়ে তাঁর আত্মগত অনুভব কবিতায় প্রকাশ পেয়েছে। আর সেই অনুভব ঋদ্ধ করেছে তার কবিসত্ত্বাকে। জীবনকে তিনি কখনাে দেখেছেন কষ্টাবৃত ভালােবাসার আড়াল থেকে, কখনাে বা অগাধ প্রেমের আবাহনে। কবি ফাহিমুল ইসলাম পাঠককুলকে শব্দ, ছন্দ আর কল্পনার রাজ্য ঘুরিয়ে এনে বসিয়ে দেন কঠোর বাস্তবতার মাঝখানে যেখানে যাপিত জীবনের রূঢ় সত্য মূর্তবিম্ব হয়ে ধরা পড়ে।