দেখতে দেখতে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে এলো, উত্তল-অবতল কোনো লেন্সেই ফেরে না হারানো দৃষ্টি চর্মচোখে মুখ দেখি, মুখোশ দেখতে হলে অন্তর্চোখ প্রসারিত করতে হয়। রেটিনার নোনাজলে বেদনাগুলোর করুণ সন্তরণ আমায় শিখিয়েছে নির্মোহ ভালোবাসায় প্রাপ্তিযোগ নেই। যেতেই হবে জানি, তবু যাবার আগে আরেকবার ভালোবেসে যাই।