প্রেম-নিত্য রহস্যাবৃত এক জগৎ, বিচিত্র অনুভ‚তির আধার। প্রেমিক জটিল ক্রিয়া-প্রতিক্রিয়ার মধ্য দিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে পথ চলে সারাক্ষণ। আবেগ মূল চালিকাশক্তি হলেও দেহ-মন, প্রকৃতি এবং অতীন্দ্রিয় সত্তা প্রেম জগতে গেঁথে থাকে একসাথে। দেশ-কাল-পাত্রের পাতায় ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ পায় প্রেম। তবে প্রেমের অনুভ‚তি সর্বজনীন।
প্রেমের দাবি অসীম বলেই প্রেমিক সব কিছু উৎসর্গ করে লাভ করে পরম সুখ। আবার প্রেমাস্পদের দেওয়া কষ্টগুলোর ভার একা বইতে না পেরে আশ্রয় খোঁজে জীবন-মৃত্যুর শিকড়ে, প্রকৃতির নিখাদ সত্তাগুলোর সাথে ভাগ করে নেয় সমস্ত অনুভ‚তি, নির্ভার হতে চায়।
প্রেম-ভালোবাসার সাতচল্লিশটি কবিতার সমাহার ‘জোছনায় বৃষ্টি’ আনন্দ, কষ্ট এবং মনোজগতের জটিল অনুভ‚তির কাব্যচ্ছবি। এটি কবি মনিরুজ্জামান বাদলের চতুর্থ বই। কবিতার পাঠকগণ পূর্ণ স্বাধীনতায় আস্বাদন করবেন ভিন্ন ভিন্ন রস। অবশেষে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাসের নায়ক এবং প্রেমিক নিতাইয়ের মতো বলবে, ‘…জীবন এত ছোট কেনে এ ভুবনে।’