৯০ এর দশক নিয়ে নস্টালজিয়ায় ভুগতেও যেন অন্যরকম স্বাদ। মফস্বলটা কেমন ছিল? ঢাকা ক্লাব ক্রিকেটের গন্ডি পেরিয়ে বিশ্বে কিছু করার চেষ্টা করছে। মফস্বলের পাড়ায় মাঠের বাইরে জুতা রেখে খালি পায়ে শচীন-সাঈদ-ওয়ার্ন হওয়ার স্বপ্নে বিভোর তারুণ্য। সাথে আছে প্রেম। চিঠির আদান প্রদান। নিজেকে উজার করে দেওয়া….. ৯০ এর দশকের স্মৃতিই ফিরিয়ে আনবে ‘টোয়েলফথ ম্যান’