প্রায় একশত বছর পর আমাদের পৃথিবী আরেকটি প্যানডেমিক এর কবলে পরেছে। মজার বিষয় হচ্ছে এবারের প্যানডেমিকটিও আগের প্যানডেমিক এর কাছাকাছি। নামে ফ্লু হলেও চিকিৎসা বিজ্ঞানে দেখা যাচ্ছে এতে সেরে ওঠা মানুষেরা এর পরবর্তী স্বাস্থ্যগত জটিলতায় ভুগছে। সে অন্য বিষয়।
এখনকার পৃথিবীর স্বাস্থ্যনীতি, রাজনৈতিক বলয় ও তার ক্ষমতার বণ্টন এবং একেবারেই প্রাত্মিক পর্যায়ের অর্থনীতির গতিপথ সেই একশো বছর আগের মতো নেই। বদল হয়েছে এর অনেক কিছুই। সেগুলো নিয়েই কথা বলেছেন ইউভাল নোয়াহ হারারি কিংবা অভিষেক বন্ধোপাধ্যায় এর মতো মানুষেরা। এসব নিয়েই ছোট এই বই। বই এর কলেবর ছোট হলেও এর বিষয়বস্তু আমাদের নতুন ভাবনার যোগান দেবে। নতুন ভাবনার জগতে স্বাগতম।