ভালােবাসার সংজ্ঞাটা ঠিক এমন যদি হত তুমি-আমি মুখােমুখি কথা অবিরত। কথায় কথায় সন্ধ্যা হবে তবুও কথার ঝড় আমরা দুজন কথার রাজ্যে বেঁধে নেব ঘর। ঘরের মাঝে ভালােবাসার চারটা কথার দেয়াল ভালােবাসায় যাই হারিয়ে থাকবে না আর খেয়াল । আবার ধর শীতের ভােরে কুয়াশা ভেজা মাঠে তুমি আমি যাচ্ছি কোথাও নগ্ন পায়ে হেঁটে। অনেক দূরের মাঠ পেড়িয়ে নতুন কোনাে গাঁয়ে আমরা দু’জন উষ্ণ হব মাটির কাপের চায়ে। গভীর রাতে তুমি আমি হাতে রেখে হাত দূর আকাশে খুঁজে নেব পূর্ণিমার ঐ চাঁদ। বৃষ্টি দিনে উদাস মনে আমরা দুটি প্রাণ খােলা হাওয়ায় বুকে নেব কদম ফুলের ঘ্রাণ।