‘মিশে আছি অনুভবে’ কাব্যের কবিতাগুলো শব্দ, ছন্দ, সুর, লয়, তাল, মিলে সংক্ষিপ্ত ও সংহত অবয়বে এক সমন্বিত শিল্পরূপ লাভ করেছে। কবিতায় রয়েছে মানুষের যাপিত জীবনের বাস্তবতা। সমাজ সচেতন কবি হিসেবে দায়িত্ববোধের ছাপ রেখেছেন কবিতার বইটিতে। এসব কবিতা ব্যক্তিগত বস্তুনিষ্ঠতা সত্তে¡ও সার্বজনীন আবেদন ও মূল্য লাভ করেছে। এই বইয়ের কবিতাগুলোর পরতে-পরতে আছে তাঁর স্বরূপ অন্বেষার চেষ্টা। তাঁর কবিসত্তায় প্রকৃতিকে কতটা ধারণ করেছেন তা অনুভব করা যায়। কবির আন্তরিক আর স্বতঃস্ফুর্ত উচ্চারণ আমাকে শুধু মুগ্ধই করেনি, এ সমস্ত কবিতার ভেতর দিয়ে আমি যেন কবির অবস্থানকেও অনুভব করতে পারি।