কতো অসংখ্য পরিবার তাঁদের প্রিয়জনকে হাড়িয়েছে তার সঠিক সংখ্যা জানিনা, কতোশত মুক্তিযোদ্ধা যুদ্ধে শহীদ হয়েছেন যাঁদের দাফনের ব্যবস্থা করা সম্ভব হয়নি । নাজানি কতো বেদনায় পঁচে গোলে মাটিতে মিশেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানেরা । কতোশত শহীদের রক্তে লোনা হয়ে গেছে বাংলার নদী জল সে হিসাবই কে বলতে পারে ! অথবা দুধের সেই শিশু, যে স্বাধীনতার মানে জানতো না তার কোমল শরীরটি কুকুরে শকুনে কতো টুকরো করে খেয়েছে জানতে পারিনি তাও, কতো বীরাঙ্গনা না খেয়ে মরেছেন, কতো যুদ্ধশিশু আমাদের মধ্যেই বেড়ে উঠেছে জন্মের দগদগে ঘা নিয়ে তাইবা কতোটা জানি ? শুধু জেনেছি আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন আর আমারই সন্তানের রক্তে মাংসে জন্ম নিয়েছে বাংলাদেশ ।