নীতু এঁকেছিল ডিম, একদিন পর সেটা দিব্যি মুরগীছানার ছবি হয়ে গেল। এঁকেছিল কালোমেঘ ঘনিয়ে আসা দুপুর, অথচ কেমন করে সে ছবি পাল্টে হয়ে গেলো বৃষ্টি ঝরানো ঝকঝকে বিকেল!
এমনও কি হয়? এঁকে রাখা ছবি কীভবে পাল্টে যায় সময়ের সাথে সাথে?
এদিকে আরেক কান্ড! হঠাৎ একদিন দেখা যায়, রোদে নীতুর ছায়া পড়ছে না। শুধু রোদে কেন, কোন আলোতেই নীতুর ছায়া পড়ে না। আমরা তো সবাই জানি, কেবল ভূতদেরই আলোতে ছায়া পড়ে না। তাহলে পুরোটাই কি ভূতুড়ে ব্যাপার? নাকি এর পেছনে আছে আরো কোন গূঢ় রহস্য।
চল, ভেদ করে আসি এই অদ্ভুত রহস্য। যা সম্মোহিত করে রেখেছে দেশজুড়ে সব বন্ধুদের।