হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। তিনি শুধু বাংলাদেশের নেতাই নন, বিশ্বনেতা। তৎকালীন বিশ্বের বরেণ্য বিশ্ব নেতাগণ- ফিদেল ক্যাস্ত্রো, ইন্দিরা গান্ধী, আনোয়ার সাদাতসহ অনেকেই সম্মোহিত ছিলেন বঙ্গবন্ধুর হীরন্ময় ব্যক্তিত্বে। অসাধারণ ব্যক্তিত্ব, রাজনৈতিক দূরদর্শিতা, সাধারণ মানুষের প্রতি নিখাদ ভালোবাসাই তাঁকে ‘বঙ্গবন্ধু’ বানিয়েছে। তাঁর ৭ মার্চের কালজয়ী ভাষণ পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণের মধ্যে অন্যতম। যে ভাষণে বাংলাদেশের জন্ম এবং আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।