জীবন কী খণ্ডিত নাকি অখণ্ড?
কে জানে আসলে সে কেমন?
‘তাহারা’ আসলে কারা?
আমি তুমি সে নাকি অন্য কেউ?
খণ্ড-অখণ্ড জীবনের সঙ্গেই-বা ‘তাহাদের’ কী যোগ?
মূর্ত-বিমূর্তবোধের ঠিক মধ্যখানে কিংবা বলা যায়,
পিরামিডের স্পর্শবিন্দুতে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর
মৌলিক ভাবনার জমাটবদ্ধ নিঃশ্বাসের বোধোদয়ের আকাট আখ্যান,
ঔপন্যাসিক নিলুফা আক্তারের দ্বিতীয় উপন্যাস ‘খণ্ডিত জীবন এবং তাহাদের কথা’
এই আখ্যান লেখকের অনিবার্য স্বতঃস্ফূর্ত অন্বেষণ আর ব্যক্তির অভিজ্ঞতালব্ধ জীবনের এক মুখোমুখি কথোপকথন।
জীবনের অতল সাধ. অপরিমেয় আস্বাদ, সৃষ্টির অপার আকাঙ্ক্ষার
অনিঃশেষ উপলব্ধিতে প্রগাঢ় এই উপন্যাস পাঠে পাঠকচিত্ত যেমন ঋদ্ধ হবেন; ঠিক তেমনি জীবন ভাবনায় হবেন সিদ্ধ।