ফকির দাদুর হাতে কলম দেখে টুকি খুশি হয়ে ওঠে। পড়াশোনা ভালো করে না, তাই কেউ তাকে কখনো কোনো উপহার দেয় না। এবার একটা কলম পাচ্ছে, তাতে খারাপ কী? মিছেমিছি গম্ভীর ভাব দেখিয়ে বলল, কলমটা কি আমার জন্য এনেছেন?
– হ্যাঁ, তোমার লাইগা আনছি। সব সময় তুমি আমারে দাও, আইজ আমি তোমারে দিলাম। আমার জীবনের প্রথম আর শেষ উপহার। ফকির দাদুর হাত থেকে এক ঝটকায় কলমটা নিয়ে তাকে জড়িয়ে ধরে, এরপর দৌড় দেয় ক্লাসের দিকে। দাদু তখন পেছন থেকে হেসে উঠে হা হা হিহি।
এরপর শুরু হয় টুকির আজব পরিবর্তন।