যশোর জেলার কিংবদন্তী প্রথম খÐ ও দ্বিতীয় খÐ একত্রিত করে প্রকাশিত হলো। প্রথম খÐ প্রকাশিত হয় ১৯৭৪ সালে এবং দ্বিতীয় খÐ প্রকাশিত হয় ১৯৭৯ সালে। গ্রন্থটি প্রকাশের পরপরই পাঠকপ্রিয়তা লাভ করে। কয়েক বছর হলো, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিদগ্ধ পাঠকবৃন্দ গ্রন্থটি পূনঃপ্রকাশের জন্য আমার দৃষ্টি আকর্ষণ করেছেন। নানা কারণে পাঠকের চাহিদা থাকা সত্তেও প্রকাশ করা সম্ভব হয়নি।
গ্রন্থভুক্ত বিষয়সমূহ অতীতকালের। ইতিহাসের এই উপাদানগুলো কালক্রমে কিংবদন্তীতে রূপান্তরিত হয়েছে। যারা এদেশের লোকসংস্কৃতি ও ঐতিহ্যের গৌরবমণ্ডিত বিষয়বস্তু নিয়ে নিরন্তর গবেষণা করে চলেছেন, তারা এই কাহিনীর মধ্যে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রব্যবস্থার ধারার বহুবিধ উপকরণের সন্ধান পেতে পারেন। এই কিংবদন্তী সমূহের মধ্যে রয়েছে বাঙালি জনগোষ্ঠীর অতীত মহিমা। রয়েছে তার সংস্কৃতি, রয়েছে তার গৌরব গাঁথা।
বর্তমানের প্রেক্ষাপটে এই অতীত মহিমাকে তুলে ধরার বিশেষ প্রয়োজনীয়তা উপলব্ধি করে গ্রন্থটি প্রকাশ করা হলো। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ‘তৃণলতা প্রকাশ’ এর স্বত্বাধিকারী জনাব জাহাঙ্গীর আলমের প্রতি। তাঁর ইতিহাস-ঐতিহ্য প্রেম আমাকে মুগ্ধ করেছে।