সিদ্ধার্থ হকের পাঠকমাত্রই জানেন, তাঁর কবিতার ভেতর দিয়ে খুবই সংগোপনে বয়ে চলেছে এক অনিঃশেষ বেদনার সুনীল ধারা। পাশাপাশি, ক্রমাগত, পার্সোনিফিকেশনের মাধ্যমে জগতের যত জড় আর স্থির বস্তুসমূহ রয়েছে, তাকে তিনি প্রাণারোপনের দ্যুতি ছড়িয়ে তৈরি করে চলেছেন কখনো স্পাইরাল, কখনো ফ্লাট এক অনন্য জগৎ। তাঁর অবলোকনের ত্রিসীমানায় যা কিছু স্থাবর ও জঙ্গম, দৃশ্যমান আপাত তুচ্ছাতিতুচ্ছ, প্রকৃতির সহস্র উপাদান― বাস্তব-পরাবাস্তব-কুহকী বাস্তব, অ্যাবসার্ডিটি― সবকিছুই যেন মোহন স্যাক্রার বিশাল অগ্নিময় পাত্রে এসে তীব্র তাপে আর চাপে গলে হয়ে উঠছে একেকটি অনন্য কবিতা।