একজন মুসলমানের জন্য আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করার পরে তার উপর সবচেয়ে বড় যে দায়িত্ব অর্পিত হয় তা হচ্ছে নামায আদায়ে যত্নবান হওয়া। ইসলামের ভিত্তি যে পাঁচটি বিষয়ের উপর রাখা হয়েছে তার দ্বিতীয় নম্বর হচ্ছে নামায়। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নামাযেরই হিসাব নেয়া হবে। তারপর অন্যান্য আমলের। নামাযের হিসাব যার ঠিকঠাকমত হবে তার অন্যান্য আমলও যথার্থ বলে প্রমাণিত হবে। নামায শুধু পরকালের উন্নতির জন্যই নয় বরং দুনিয়াবী ক্ষেত্রেও নামাযের গুরুত্ব অপরিসীম। সুন্দর সমাজ ও সুখী ব্যক্তিত্ব গড়ার জন্য নামাযের বিকল্প কিছু নেই। ব্যক্তি সুন্দর হলে সমাজ ও জাতি সুন্দর হবে। আর ব্যক্তি সুন্দর হওয়ার পিছনে নামাযের ভূমিকা রয়েছে ব্যাপক।