প্রতিদিন কত গল্প । জীবন কত বিচিত্র। মানুষের কত টানাপোড়েন । সে টানাপোড়েননিয়ে অনেকগুলো গল্প একসাথে চলতে থাকে। চলতে চলতে নানা বাঁক নেয়। আশেপাশের আরো গল্প যুক্ত হয়ে অগ্রসর হয় বড় কোনো পরিসরের দিকে। সেখানে রিজুর মতো কেউ ধুকতে থাকে, মামুনের মতো কেউ নিরূপায় কাঁদে, শিমুর মতো কেউ গন্তব্য হারায়।