আকাশ ভেসে যাওয়া এক জোছনায় ধবধবে সাদা উঠোনে টানাপোড়েন গল্পের এ কাব্যগ্রন্থ । এ গল্পে রক্তজবার কাজল বেয়ে নেমে আসচে প্রেম, আক্ষেপ এবং বোধ।
সানন্দ
সেদিন সানন্দে আকাশে অনেক
রোদ ছিল, বৃষ্টি রোদ
বৃষ্টি ভেজা রোদ আবার কি জিনিস ?
ভাপা পিঠার নারকেলের মতো
যা অল্প একটু হাসির মতন
লেগে থাকে,
কুঁড়িতে পরাগে!