ইসলাম ধর্মে দোয়া করা ইবাদতের অংশ। হাদীসে এসেছে, “দোয়া ইবাদতের মগজ”। তাই দোয়া করলে সওয়াব হতে থাকে; যদিও দোয়া কবুল না হয়। তাই আমরা যদি কুরআন এবং হাদীসে বর্ণিত দোয়াগুলো আমাদের মোনাজাতে বলি তাহলে অনেক ভালো হবে। আমরা এই বইয়ে আল-কুরআনে বর্ণিত দোয়া, নামাযে যেসব দোয়া পড়তে হয়, আযান-ইকামত, দৈনন্দিন যিকির, তাসবীহ এবং মাসনূন দোয়াগুলো একত্র করে এই বইটি সংকলন করেছি। আশা করি আপনাদের বইটি উপকারে আসবে।