মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করে শুরু করছি… একটি ভালোলাগা-ভালোবাসা-বিরহ-আনন্দ-বেদনা ও পাওয়া না পাওয়ার গল্প। আশা করি বইটি শেষ পর্যন্ত পড়বেন…
স্বপ্ননগর গ্রামের এক কিশোরীর মনে ছোট ছোট করে স্বপ্ন দানা বাঁধে। ধীরে ধীরে তার স্বপ্নগুলো বড় হয়। স্বপ্ননগর গ্রামে প্রভাবশালীদের দালানকোঠা ছিলো- যেগুলো তাদের বংশীয় নামে নামকরণ ছিল- যেমন চৌধুরী বাড়ি, ভুইয়া বাড়ি, মির্জা বাড়ি, ফুলবাড়ি ইত্যাদি… তার মধ্যে ফুলবাড়িতে শিক্ষার হার খুবই কম ছিল। তাই সে নিরক্ষতার সুযোগ নিয়ে তাদের ব্যবহার করতো সমাজের উঁচু তলার শিক্ষিত লোকেরা তাদেরকে দিয়ে অসৎ ব্যবসা পরিচালিত করত।