বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ–বাঙালির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। শতবর্ষে মুজিব তাই শতগুণ, হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ শক্তি নিয়ে বাঙালি ও বাংলাদেশের জন্য হয়ে উঠেছেন অপরিহার্য। ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শাসন এবং শোষণমুক্ত বাংলাদেশ গড়ার দাবি এই নবজাগরিত এই মুজিবের।