আচ্ছা ভাইয়া, আমরাতো ছোটো এখনো স্কুলে পড়ি। বঙ্গবন্ধু সম্পর্কে জানতে চাই। সবাই বলে তিনি আমাদের জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তিনি না হলে বাংলাদেশই হতো না। সারাজীবন নাকি তিনি বাঙালিদের জন্য অনেক সংগ্রাম করেছেন। পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে বছরের পর বছর জেলে পুরে রেখেছিল, তাঁকে ফাঁসিতেও ঝোলাতে চেয়েছিলÑএসব কি সত্যি?