পাকিস্তানি হানাদারবাহিনি ও তার দোসররা ১৯৭১ সালে বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল তার দৃষ্টান্ত বিরল। ৩০ লক্ষের বেশি মানুষের আত্মহুতি ও দুই লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে পাকিস্তানি প্রেতাত্মাকে পরাজিত করে বাঙালির বিজয় অর্জন করতে হয়েছে। নিপীড়িত হয়েছেন অসংখ্য মানুষ। তাঁদের রক্তে সিক্ত বাংলাদেশের মাটি। দেশের আনাচে-কানাচে রয়েছে তার সাক্ষী, অগণিত বধ্যভূমি ও গণকবর। নির্যাতিত নারী-পুরুষ এখনও লোমহর্ষক স্মৃতি রোমন্থন করেন। বাস্তবে বিজয়ের গৌরবভাষ্যে উপেক্ষিত গণহত্যা, গণকবর ও নির্যাতনের ইতিহাস।