একটা ছিন্নমূল পরিবার ওপার বাংলা থেকে এসে বাসা বেঁধেছে একটা পোড়ো বাড়িতে। সামনে একটা খোলা জায়গায় চালা বাঁধা কিছু খোলামেলা কাঠামো। সেখানে সপ্তায় দুদিন হাট বসে। বাকি সময় সেখানে কিছু হতদরিদ্র মানুষ বাস করে। হাটের দিনে তারা এদিক ওদিক ছড়িয়ে পড়ে। জায়গাটাকে স্থানীয় ভাষায় বলা হয় ‘চান্নি’। চান্নির সেই মানুষগুলো এবং সেই এলাকার আরও কিছু চরিত্র নিয়ে একটা লোকালয়ের গল্প বলে চলেছে এক কিশোর।