ভালোবাসতে গিয়ে ভালো না-বাসাও শিখতে হয়। মল্লারও শিখেছিল। গরমের ছুটিতে বাগান করতে গিয়ে মল্লারের পরিচয় সৃজনদার সঙ্গে। সৃজনদাকে ঘিরে যে স্বপ্নগুলো সে বুনত তারা একদিন ধরা দিল সত্যি হয়ে। তবে সত্যিটা ছিল স্বপ্নের থেকে একটু আলাদা। ছবি আঁকতে গিয়ে মল্লার পেল জীবন্ত এক ক্যানভাস- যে কথা বলে, প্রশ্ন করে, কোনও রঙে চাপা পড়তে চায় না।
সমপ্রেমের এরকমই এক কাহিনি জীবন্ত হয়ে উঠেছে সুদীপ্ত পালের কলমে। তিনি ইংরেজি ও বাংলা প্রকাশন মাধ্যমে সমপ্রেম নিয়ে গল্প ও প্রবন্ধ লিখেছেন। সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস নিয়েও তাঁর বিভিন্ন প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পেশায় ও শিক্ষায় তিনি পরিসংখ্যানবিদ। এ ছাড়া কর্মক্ষেত্রে প্রান্তিক লিঙ্গপরিচয়ের বিষয়ে সচেতনতা জাগরণ এবং অনুকুল পরিবেশ গঠনের কাজ করেন। সমপ্রেমের এই কাহিনি বাংলা সাহিত্যের পাঠককে দাঁড় করায় কিছু নতুন অভিজ্ঞতার মুখোমুখি।