লেখক ফারহিম ভীনা ছোট ছোট গল্পগুলো মিহিসুতোয় বানিয়ে ফেলেন অপরূপ এক আকাশ। এই আত্মজৈবনিক উপন্যাসে শৈশব ও কৈশোর মায়াময় হয়ে ওঠে। লেখক তার কলম জাদুতে শব্দকে বানিয়েছেন আশ্চর্য সব ছবি। এই ছবিতে হলদে পাখি গান গেয়ে ওঠে ‘পিয়াল্লো, পিয়াল্লো’। এই ছবিতে রোদ্দুর হয়ে ওঠে বৃষ্টি। যখন চরাচর আচ্ছন্ন করে ছায়ার মত বৃষ্টি নামে তখন ছেলেমেয়েরা স্বপ্ন দেখে আলোকিত এক পৃথিবীর।