মোহাম্মদ সেলিম উল্লাহর বিশ্বপাঠস্পৃহা
ও ‘বইয়ের খোঁজে’
মোহাম্মদ সেলিম উল্লাহ আমার কিশোরকালের সখা। সেই ইশকুল জীবন পেরিয়ে মাঝখানে আটঘাটের জলখাওয়া দুজন নানা আঁকাবাঁকা পথ হেঁটে তবুও কেমন করে জানি মুখোমুখি হই বারবার। এ যেন নিয়তিরই লীলা! খুব নিরিবিলি স্বভাবের, ভেতরে অসম্ভব জেদি ওকে সহজে বোঝা যায় না ওপর থেকে। আমাদের এক সময়কার সবুজ হোটেলের আড্ডার একটা পর্যায়ে, সেই আশি’র দশকের উপান্তে ওকে যখন আবারও হারানো রত্নের মতো পেয়ে যাই হঠাৎ, তখনও সে সেই মুখচোরাই। যখন-তখন যে-সে কথায় ওর যেমন সায় নেই, তেমনই অহেতুক বাগবিস্তারেও প্রচণ্ড অনীহ সে। ভেতরে-ভেতরে দারুণ পড়ুয়া সেলিম উল্লাহকে যখন আমি আবিষ্কার করি সে এক নতুনপর্বই বলতে হবে। দুনিয়ার খ্যাতিমান লেখকেরা ও তাঁদের আলোড়ন তোলা বইগুলো ওর ঠোঁটের ওপর যেন নিত্য নৃত্য করে।