ফারজানা আহমেদের গল্পসমগ্র `মেঘহাঁস ও অন্যান্য গল্প’ একটি উজ্জ্বল গল্পগ্রন্থ। গল্পগুলোর চরিত্রে আনন্দ আছে, বেদনা আছে, ভীতি আছে, বর্বরতা আছে, নৃসংসতা আছে; প্রকৃতি আছে, প্রেম আছে; আছে নগ্নতাবাস্তবতা; প্রাণীকূল আছে, শকট আছে, আছে অপরাধচক্র। নানা গল্পে অসহায় মানুষের সূচীমুখ বিবরণ ছড়িয়ে আছে। রয়েছে স্বপ্ন-কল্পনায়-রোমন্থনে শৈশব-কৈশোর-যৌবনের কথা। কিন্তু সবকিছু ছাপিয়ে সর্বকূলপ্লাবী একটি উন্মুখ-উৎসুক অভিমুখ আছে মানবতার দিকে। দুঃখ-বেদনার অবসান ঘটানোর আর্তি আছে, প্রচেষ্টা আছে। সর্বোপরি আছে মমতা-মাখানো, সহানুভূতিসিক্ত লেখকবৃত্তি। সম্ভবত এটাই ফারজানা আহমেদের গল্পসমগ্রের মর্মকথা। সহজ-সরল ভাষায়, পরিচ্ছন্ন বিবরণে, কৌশলী উপস্থাপনায় গল্পগুলি উপভোগ্য হয়ে উঠেছে। গল্পপাঠে যে অনুভূতি সৃষ্টি হয় তাতে জাগে জীবনবোধ—দীপ্র হয়ে ওঠে আমাদের ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, সমাজের দুঃখী এবং নিপীড়িত মানুষেরা যে এখনো সংগ্রামে লিপ্ত আছে একটি অপেক্ষাকৃত সুষম সমাজের জন্য—সেসব কথা। কাজেই, গল্পলেখক ফারজানা আহমেদ এমন একজন কথা সাহিত্যিক যিনি মনে-মননে-জীবন চেতনায় মানবিক, দেশপ্রেমিক আর মুক্ত সমাজের স্বাপ্নিক। এরকম একটি দৃষ্টিভঙ্গী যে কোনো শিল্প সাহিত্যকে একটি ঔদার্য প্রদান করে, যা এই গল্প সমগ্রেও প্রস্ফুটিত হয়েছে।—আফজালুল বাসার