আলোচ্য মহাবিশ্বকে আমাদের মহাবিশ্ব বলার একটি কারন রয়েছে যা বলে রাখা ভালো। আমরা যে মহাবিশ্বের কথা বলছি তা কিন্তু অবস্থান করছে একটা শূন্যস্হানের মাঝে। এটি হলো মহাশূন্য । উল্লেখিত ছায়াপথ পুঞ্জ সমন্মিতভাবে যে মহাবিশ্ব তৈরি করেছে তা কি গোটা মহাশূন্য জুড়ে আছে নাকি এমনি আরও মহাবিশ্বের উপস্থিতি আছে এ মহাশূন্যে? এরপর আরও মহাবিশ্বের উপস্থিতির জায়গা ফাকা রয়েছে কিনা! তার পর আরেক প্রশ্ন হলো- এ মহাশূন্যে শেষ কোথায় ? তা আমিএ বইটিতে তুলে ধরার চেষ্ঠাকরছি।