যে বিষয়টি নিয়ে কিছুকাল পূর্বেও সবার মধ্যে বিভ্রান্তি কাজ করছিল, আজ আর সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আজকাল সচেতন শ্রেণি মাত্রই অবগত যে বাংলা সনের প্রবর্তন ও প্রচলনে মুসলমানদের অবদান ছিল সর্বাগ্রে। বাংলাদেশ পাক-ভারত উপমহাদেশে মুসলিম শাসনামলে হিজরি সন প্রচলিত হয়। এর আগে এবং এ সময়কালে এ উপমহাদেশে কতিপয় আঞ্চলিক ‘অব্দ’ প্রচলিত ছিল। যেমন : শকাব্দ, কলাব্দ, μমাব্দ বা বিμম সম্বৎ, শালিবা অব্দ মল্লাব্দ, গুপ্তাব্দ, হর্ষাব্দ, পালাব্দ, লক্ষণ সম্বৎ, সিকান্দর সন-জালালী সন ইত্যাদি।