নগর জীবনে ছোট্ট বন্ধুরা প্রায় সময়ই ঘরবন্দি! খেলার মাঠ নেই! নেই বেড়ানোর জায়গা! সারি সারি উঁচু দালানের অন্ধকারে ওরাও! খুব একটা আকাশ দেখে না ওরা। ঘরে নেই প্রাকৃতিক বাতাসের আয়োজন। পিতামাতা ব্যস্ত জীবন পরিচালনার কাজে। শরীর সুস্থ রাখার জন্য কাছে ওদের কোন ব্যবস্থাও নেই। ওরা ইলেক্ট্রনিক্স ডিভাইসে মগ্ন হয়ে পড়েছে। অতিমারির বন্দীদশায় আরও আসক্ত হয়ে গেছে ওরা। কিছুতেই ফেরানো যাচ্ছে না তাদের। অথচ ওদের জন্যই আপনার আমার পৃথিবী। ডিজিটাল দুনিয়া এবং মোবাইল আসক্তি থেকে তাদের ফেরাতেই হবে! তা সম্ভব পারিবারিকভাবে ওদের সময় দিয়ে, প্রাকৃতিকভাবে বেড়ানোর মধ্য দিয়ে পরিবেশ উন্নত করে, আর পাঠ্য বইয়ের পাশাপাশি বই পড়ায় ওদের পাঠ্যাভাস সৃষ্টির মাধ্যমে।
গল্পগুলো শিশু কিশোর ছাড়াও সব বয়সী মানুষেরা এর পাঠ নিতে পারেন। নৈতিক আদর্শ শিক্ষায় চরিত্র গঠনের মাধ্যমে ছোট্ট বন্ধুদের বড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে আমাদের। দেশের প্রথম শ্রেণির জাতীয় দৈনিকে প্রকাশিত গল্পগুলোর নির্মাণ বৈশিষ্ট্য তেমনি। সম্মানিত পাঠকদের এসব গল্প ভালো লাগবে আশা করি।