প্রথম ফ্ল্যাপের লেখাঃ
জীবনের পথে চলতে চলতে দু’জনার দুটি নদী একই মোহনায় এসে মিশে। দু’জন দু’জনার প্রতি আকর্ষিত হয়। দু’জন দু’জনকে অনুভব করতে থাকে। একই সাথে উভয়ের মনোবীণায় বেজে ওঠে প্রেমের সুর। উভয়ই বুঝতে পারে যে, তারা পরস্পরের জন্য অপরিহার্য। তখনই শুরু হয় কাছে আসা, চোখে চোখ রাখা, মন দেয়া নেয়া। এভাবেই দুটি মানব মানবী পরস্পর প্রেমের বাধনে বাঁধা পড়ে। এমনই দুটি মানব মানবীর প্রেমকাহিনী লিপিবদ্ধ হয়েছে আহম্মেদ হৃদয় এর প্রথম উপন্যাস “শেষ ১৫ দিন” এর আঙিনায়।
প্রেম জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সৃষ্টির সেই ঊষালগ্ন থেকেই বয়ে আসছে মানব-মানবীর প্রেম। প্রেমে সৃষ্টি, প্রেমে বিনাশ, প্রেমে গড়া জগৎ সংসার। পৃথিবীতে যদি মানব মানবীর প্রেম না থাকত; তাহলে হয়তো পরিবার প্রথা বলে কিছুই থাকত না। জীবনের সংজ্ঞা হত অন্যরকম। প্রেম হল এক উন্মুক্ত আকাশ। প্রেমে ডুবতে হলে ডানায় ভর করতে হয়। কিন্তু নিঃসন্দেহে নিঃসীম আকাশ আতঙ্কের সৃষ্টি করে। প্রেম এত যন্ত্রণাদায়ক- কারণ, প্রেম সুখের পথ রচনা করে। প্রেম যন্ত্রণাদায়ক- কারণ প্রেম রুপান্তর করে। প্রতিটা রুপান্তরই যন্ত্রণাদায়ক- কারণ পুরাতনকে ছেড়ে যেতে হয় নতুনের জন্য। প্রেমের বিপরীতে শুধুই প্রেম থাকতে পারে, অন্য কিছু নয়।
— তারিক ইসলাম
তরুণ কবি ও লেখক