শাহানা মাহবুবে কবিতায় রয়েছে নিসর্গ ও নগর, পৃথিবী ও মানুষের প্রতি অপরিসীম ভালোবাসা। তাঁর রচনায় মানুষকে তিনি অবলোকন করেন সমকালীন জীবনের পরিপ্রেক্ষিতেই। একালের মানুষের জীবন, তার ব্যাকুলতা, ভালোবাসা ও তুচ্ছতাবোধ পরম মমতায় চিত্রিত করেন তিনি। তাঁর কবিতায় ব্যবহৃত হয়েছে অনন্য উপমা ও চিত্রকল্পের অসাধারণ দ্যুতি। ভাবনা-কল্পনায় উজ্জ্বল তাঁর কবিতার শিল্পিত নির্মাণকলা পাঠককে চমৎকৃত করবে।
দেখে নিই আমার অশেষ শাহানা মাহবুবের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এ বইয়ে প্রকাশিত হলো বিগত শতাব্দীতে লেখা তাঁর অল্প কটি কবিতা। তবে অধিকাংশ কবিতাই সাম্প্রতিককালে লেখা।