হৃদপদ্ম
কর্মক্লান্ত দুপুরের নির্জনে
কিংবা কোন অবসন্ন বিকেলে
আপ্লুত হৃদয়ে একান্ত আনমনে………
যদি কখনো মনে পড়ে আমায়
দু চোখ বন্ধ করে অনুভব কইরো…….
আর মনের আয়নায় আমাকে দেইখো।
চোখের আলোয় নাইবা থাকি কাছাকাছি
মনের মাঝে রয়েছি তোমার পাশাপাশি।
টইটম্বুর জলে ভেসে পদ্ম যেমন করে শোভা বর্ধন
তেমন করে তোমার মনের হৃদপদ্ম আমি
সযতনে কইরো আমায় বরণ।
মনের গ্লানিতে নয় সুখের অনুভূতিতে
স্পর্শ কইরো মোরে।
বাঁধ ভাঙা ভালোবাসার জোয়ারে
তোমার হৃদয় যাবে ভরে।
কখনো মনের আয়নায় যদি
অস্পষ্ট দেখো মোরে
সেদিন সত্যিই মরে যাবো
হারিয়ে যাবো দূরে বহু দূরে।