গত শতকের নব্বই দশকের মাঝামাঝি পর্যন্ত প্রেমিক-প্রেমিকারা প্রেমপত্র লিখেছে। বর্তমানে যার উপস্থিতিই খুঁজে পাওয়া যায় না। তাদের হাতে এসে গেছে মোবাইল। কিছুদিন আগেও মোবাইল ফোনে বিস্তারিত ম্যাসেজ আসত, পরবর্তীতে তা হয়ে গেছে এস এম এস আর এখন মিনি এস এস। আগে প্রেমপত্রে রবীন্দ্র, নজরুল, জীবনানন্দ, শরৎচন্দ্র, সমরেশ প্রভৃতি নামকরা কবি সাহিত্যিকের লেখা বা বাংলা ছায়াছবির গানের কলি পত্রে উদ্ধৃত হতো, নীল খামে নীল চিঠি হতো, একটি চিঠি লিখে উত্তরের প্রতীক্ষা হতো তৃষিত চাতক পাখির মতো।