‘আমাদের হারমোনিয়ামটা চলে গিয়েছিলো কাঠের দোকানে তারপর আলোর বদলে ঘরে এসেছিলো অন্ধকার এইসব অন্ধকার সেইসব অন্ধকারের সন্তান বেড়ে গেছে দিনে দিনে।’ এভাবে দিনেদিনে আমরা উচ্ছন্নে চলে গিয়েছি। যারা বুঝলে এমন অন্ধকার আসতো না, তারা মূলত বোঝেনি। বুঝেছে শিল্পের সাথে থাকা কিছু মানুষ। এই বইয়ে চেনা যাবে আমাদের যাত্রার গতিপথ। দেখা যাবে আমরা বসে আছি এক উচ্ছন্নে যাওয়া স্টেশনে।