ঢাকা শহরের লালবাগ রােড একটি পুরনাে এলাকার নাম। এখানে একসময় অনেক পুরনাে বাড়ি ছিল। এখনও দু’একটি আছে তবে বহুতল ভবন উঠেছে বিস্তর। বহুতল ভবনের সরঞ্জাম জুড়ে থাকে রাস্তা-গলিতে ঢুকে পড়ে বড় বড় ট্রাক বিকট শব্দে রাত্রির নিস্তব্ধতাকে বিদীর্ণ করে। রাত জেগে লেখালেখি করা অহনার পুরনাে অভ্যেস। কিন্তু আজ অন্যরকম একটি দিন আজ ঘুম নেই দু’চোখে, লেখালেখিও আসছে না। শুধুই স্মৃতির ধুলােবালিগুলাে। অঝাের বরষায় মিলিয়ে গিয়ে চকচক করছে মনের পর্দায়। কিছুতেই নিজেকে ধরে রাখতে পারছে না। অহনা আজ পুরনাে স্মৃতির পাতা খুলে বসেছে। হঠাৎ করেই অহনার বাবা-মা মারা যায়। বাবা মারা যাবার মাত্র এক বৎসরের মধ্যে মা যখন মারা গেলেন তখন অহনা সবেমাত্র এইচ.এস.সি. পাশ করেছে। বাবা ছিলেন সরকারী চাকুরিজীবী। ভাইয়া ঢাকায় থাকাতে অহনাই ছিল মা বাবার সার্বক্ষণিক সঙ্গী। চাকরি থেকে অবসরের কয়েকদিনের মাথায় হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন বাবা। আসলে বাবার কোন অসুখই ছিল। তারপরও কেন যে এমন হলাে হয়তাে প্রতিদিনের বাঁধাধরা চাকরি জীবনের সমাপ্তি তিনি মেনে নিতে পারেননি। বাবা মারা যাবার পর মা আর ভাল থাকেননি।