ভালোবাসা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অনুভূতিগুলোর একটি। যা গড়তেও পারে আবার ধ্বংস ডেকে আনে নিমিষেই। ভালোবাসার সংজ্ঞাটা তাই একেকজনের কাছে একেক রকম। যেভাবেই প্রকাশিত হোক না কেন, তা আপেক্ষিকতায় সঠিক এবং যার টানে আমাদের নিয়মিত ছুটে চলা, আকাশকুসুম স্বপ্ন হাতড়ে বারবার নিজেতেই ফিরে আসা।
বইটিকে ঠিক গল্প বা কবিতার বই বলা যাবে না। লেখকের ‘ভালোবাসা সম্পর্কিত শুদ্ধতম কিছু উপলব্ধির নানা আকারে বহিঃপ্রকাশ বলা যেতে পারে। যেখানে শারীরিক কম মানসিক অনুভূতিকেই প্রাধান্য বা বন্দনা করা হয়েছে । জানি না কতটুকু পাঠক সমাজে সমাদর পাবে বইটি আর কতটুকু অনাদৃত হব আমি, এই ক্ষুদ্র ভূমিকা-লেখক। তবে বইটি প্রকাশে এজন্য উৎসাহ দিচ্ছি কারণ নতুনের চলার পথে সংকট আসবেই। একবার পথ চলতে শুরু হলে, পথের ধুলাও আপন করে নেয় পথের পথিককে।