কাহিনি সংক্ষেপ:
‘তোমাকে চাই’ অসাধারণ একটি রোমান্টিক উপন্যাস এবং একই সাথে এ উপন্যাসের কাহিনি বিজ্ঞান-কল্পনার চূড়ান্ত কেন্দ্র স্পর্শ করেছে। এই উপন্যাসের কাহিনিতে দেখা যায়, তিন হাজার শতাব্দির এক সন্ধ্যায় বখে-যাওয়া ধনাঢ্য পরিবারের ছেলে র্যামসে অ্যালিনের বাগদত্তা রিনেটাকে তুলে নিয়ে যায় এবং তাকে জোর করে বিয়ে করে। অ্যালিনকেও সে অপমানিত করে। তারপর থেকে অ্যালিন র্যামসেকে শায়েস্তা করে রিনেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। অবশেষে সে আবিষ্কার করে ফেলে এক ‘মহাবিস্ময়’। র্যামসে তখন পৃথিবী থেকে লক্ষ মাইল দূরে তার সেফটি চেম্বারে ঘুমিয়ে ছিল। তখন অ্যালিন তার র্যামসের গোল্ডেন ওয়ার্ল্ড-এ ভয়েজ বার্তা পাঠায়। বলে, তোমার জন্য ‘মহাবিস্ময়’ আবিষ্কার করেছি র্যামসে। ঘুমের মধ্যেই র্যামসে শুনতে পায় বাক্যটি। আর তখনি অটোমেটিকভাবে খুলে যায় তার চেম্বার। অসম্ভব উজ্জ্বল নীল আলো তার চোখে গিয়ে পড়ে। তখন অ্যালিনের ক্ষমতায় বিস্মিত হয় সে। তবে সে তখন অ্যালিনকে থামিয়ে দিতে চায়। সে ভাবে, এবার সে কড়া করে একটা ধমক দিবে তাকে। তাই প্রবলভাবে বিরক্তি প্রকাশ করে র্যামসে বলে ওঠে, এ সব কী হচ্ছে অ্যালিন? অ্যালিন র্যামসের ধমক পাত্তা দেয় না। বরং সে তাকে লোভ দেখায়। বলে, রিনেটার বিনিময়ে সে তার ‘মহাবিস্ময়’ আবিষ্কার র্যামসেকে দিয়ে দিবে।