কুরআন সুন্নাহর বর্ণনায় এসব জিকির ও দোয়ায় দুনিয়া ও পরকালে চমৎকার সব ফজিলত এবং উপকারিতা রয়েছে। সুতরাং মুমিন মুসলমানের উচিত, কাজের ফাঁকে কিংবা অবসরে প্রশান্তি ও আল্লাহর সাহায্য পেতে ছোট ছোট জিকির ও দোয়াগুলো বেশি বেশি পড়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ছোট ছোট জিকির ও দোয়াগুলো বেশি বেশি পড়ার তাওফিক দান করুন।