ধর্মীয় বিশ্বাস ও কাক্সিক্ষত জান্নাত সিরিজের ‘আত্মশুদ্ধি’ বইটি আল-কুরআন থেকে শিক্ষা লাভ করে হৃদয়কে আলোকিত করা এবং আল-কুরআনের মহান শিক্ষা অনুধাবন ও অনুশীলন করার ক্ষেত্রে পাঠককে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। এই বইটি আপনাকে আবার কুরআন বুঝে পড়ার জন্য অনুপ্রাণিত করবে।
এ বই লেখার লক্ষ্য খুবই সাধারণ। এটি কোনো পাণ্ডিত্বপূর্ণ লেখা নয়। তাই পণ্ডিত বা গবেষকদের জন্যও এই বই নয়। এই বই সেইসব সাধারণ অনভিজ্ঞ, কুরআন সন্ধানী লোকের জন্য, বিশেষভাবে তরুণ যুবক-যুবতীদের জন্য, যারা কুরআন বুঝার আকাক্সক্ষা পূরণ, কুরআনের মর্মবাণী এবং কুরআন অনুযায়ী জীবন পরিচালনার জন্য চেষ্টা করে।
ধর্মীয় বিষয় নিয়ে লেখার উদ্দেশ্য কারো সাথে তর্কে জেতা নয়; ধর্ম সম্পর্কে সবাইকে একটা বাস্তবসম্মত সত্য দৃষ্টিভঙ্গি দেয়া। আল-কুরআন আমাদের সাকসেস ম্যানুয়াল। শারীরিক, মানসিক, জাগতিক ও আত্মিক সাফল্যের ধর্মগ্রন্থ হচ্ছে আল-কুরআন। কিন্তু এ কথাগুলো অনেকের কাছে খুব হাস্যকর শোনায়।
অধিকাংশ লোক তো কয়েকটা দোয়া পড়েই সব গুনাহ মাফ করে ফেলছে, কোটি কোটি পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করে বেহেশত নিশ্চিত করেছে। এই কোটি কোটি পাহাড় পরিমাণ সওয়াব দেওয়ার অঙ্গীকার কি আল্লাহ্ করেছেন? আমরা সবাই বেহেশতে যেতে চাই। কিন্তু কুরআন পড়ে দেখি না জান্নাতের মালিক জান্নাতে যেতে কী বলে দিয়েছেন। বইটি পড়লে জানতে পারবেন, কুরআনের প্রতিটি পাতায় রয়েছে আত্মনিবেদনের আহ্বান, পরিবর্তন ও কর্মানুষ্ঠানের ডাক। প্রতিটি স্তরেই পাঠককে সিদ্ধান্ত গ্রহণ ও প্রতিশ্রুতির মুখোমুখি হতে হয়।
কুরআন হচ্ছে জীবনবিধান। আল-কুরআন যেসব করণীয়-বর্জনীয় বলে দিয়েছে, সেসব ছায়ার মতো অনুসরণ করলে শুধু আখেরাত নয়, আমাদের দুনিয়ার জীবনও হবে প্রাপ্তিতে-প্রশান্তিতে পরিপূর্ণ। মিলবে আখেরাতে কাক্সিক্ষত জান্নাত।