সদ্য বিবাহিত রােহানের স্বপ্নে ভবিষ্যৎ দেখা কি কোনাে ডেজা ভ্যু? কিভাবে সে সবকিছু আগেই টের পেয়ে যাচ্ছে? গল্পবাজি নাকি স্বপ্নবাজি? রােহানের স্ত্রী সামিহা হয়ে উঠেছে এক অদ্ভুত চরিত্র। সে কিভাবে জানতে পারলাে রােহানের ছােটবেলার গােপন কথা? স্বপ্নজালের রহস্যে নেমে যায় রােহান। আর তার এসআই বন্ধু রাতুল হাসান। হঠাৎ রােহানের স্বপ্নে ধরা পড়ে সামিহার খুনের গল্প। সে কি পারবে সামিহার খুন আটকাতে? আদৌও কি কোনাে কুলকিনারা হবে এসব ধাঁধার? এটা কি একটা সাইকোলজি নাকি নেপথ্যে আছে কোনাে সরল অভিসন্ধি?