জীবনটা নাটকীয়, ঘটনার পাকে নিত্য পরিবর্তনশীল। আমরা জানিনা জীবন কোথায় গিয়ে এর স্থিতি পাবে। জানিনা হৃদয়ের টানে-বিকর্ষণে কে কোথায় ছিটকে পড়বে, মিলিত হবে। হৃদয়কুসুমও ঠিকতাই। মানবিক ঘাত প্রতিঘাত আর নাটকীয় স্থিতিতে ছোট্ট এই উপন্যাসটি পড়তে ভালো লাগবে সাধারণ পাঠকের। এতে আছে না-পাওয়ার বেদনা, জীবনের হতাশা, সামাজিক রূঢ় বাস্তবতা অবশেষে মিলনের আনন্দ যা পাঠককে বেদনায় ক্লিষ্ট করে করে সবশেষে মুক্তি দিয়ে ভাবায় আমরাও কি এই বেদনা, এই মিলনের বাইরের কেউ?