“বঙ্গবন্ধু ও আগরতলা মামলা” বইয়ের সংক্ষিপ্ত কথা:
পাকিস্তান সৃষ্টির প্রথম দিন থেকেই পশ্চিম পাকিস্তানীরা বাংলদেশকে তাদের উপনিবেশ হিসেবে ভাবতে অভ্যস্ত হয়ে উঠেছিল। দুই যুগ ধরে চরম শোষণ সহ্য করার পর আজ বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের বুকে জমে থাকা বারুদে যেন আগুন লেগেছে। তারা নিজেদের হাতে জোর করে অধিকার ছিনিয়ে নেবার জন্য সঙ্কল্পবদ্ধ। সারা বিশ্ব আজ বিস্ফারিত নেত্রে তাকিয়ে আছে এই উত্তাল গণ-জাগরণের দিকে। ‘বিদেশী সাংবাদিকের চোখে বঙ্গবন্ধু ও আগরতলা মামলা’ সেই বিক্ষুব্ধ বাংলার জীবন-মরণ সংগ্রামের কাহিনী; সাড়ে সাত কোটি বাঙালীর জাগ্রত চেতনার রক্তক্ষরা আলেখ্য। যদি এ লেখা পাঠক-মনকে স্পর্শ করে তবে বুঝব আমার শ্রম সার্থক হয়েছে।