ড. মির্জা মোহাঃ রেজাউল ইসলাম ছিলেন গ্রন্থাগার পেশাজীবীদের সেই সব অল্প কিছু মানুষদের মাঝে অন্যতম যাঁরা পথ ও মতের উর্ধ্বে থেকে পেশার উন্নয়নে কাজ করে গেছেন নিরলসভাবে। মুত্যু অমোঘ ও অপ্রতিরোধ্য। তবু কিছু মৃত্যু আমাদেরকে একটু বেশিই ব্যথিত করে। 15 মার্চ, 2019 তথ্য বিজ্ঞানী ড. মির্জা মোহাঃ রেজাউল ইসলাম চির বিদায় নিলেন জীবনের রঙ্গমঞ্চ থেকে। বিরল প্রতিভার এই গুণী তথ্য বিজ্ঞানীর প্রয়াণের মধ্যে দিয়ে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পেশায় বিরাট এক শুণ্যতার সৃষ্টি হয়েছে। তাঁকে স্মরণে রেখে স্মারকগ্রন্থটি প্রকাশের প্রয়াস। আশা করছি স্মারকগ্রন্থটি ড. মির্জা মোহাঃ রোজাউল ইসলাম-এর প্রতি উত্তম শ্রদ্ধার্ঘ্য হবে এবং তাঁর কর্মময় জীবনকে পুরোপুরি তুলে ধরতে সক্ষম হবে। গ্রন্থাগার পেশাজীবীদের মুখপাত্র লাইব্রেরিয়ান ভয়েসের উদ্দ্যোগে এই স্মারকগ্রন্থ প্রকাশিত।