অতুলনীয় মহান চরিত্রের অধিকারী খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর সিদ্দিক (রা.)-এর আলোকিত জীবনীগ্রন্থ রচনা করে প্রকাশ করা সৌভাগ্যের ব্যাপার। অনেকেই এ সৌভাগ্যের প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এ গ্রন্থটি সেই প্রয়াসেরই ফসল। এ গ্রন্থটিতে তাঁর জীবনের সঙ্গে জড়িত ঘটনাসমূহ যথাযথভাবে ধারাবাহিকতার সঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।