এই ছড়াটা কার?
রাওফির, রাহ্মার
অভীক বলবে তার
সাকাফ, আরাফ বাঁধিয়ে দিবেন
তুঘলকি কারবার।
কেউ যাবেনা বাদ
এই ছড়াটা পড়বে জোরে-
রাইয়্যান আর সাদ।
এই ছড়াটা গান
গলা ছেড়ে গাইবে রোহান
গাইবে নাহিয়ান।
থাকলো কিছু ডিউ?
এই ছড়াটার জোর দাবিদার
আল ফাবিয়া, পিউ।