ভারতের স্বাধীনতার দিনেই কেন শেখ সাবকে খুন করা হলো?- এইটা জানতে এসেছি। সমরেশ স্যার একটু অবাক হলেন। এককথায় কিভাবে একটা কিশোর ছেলেকে এর উত্তর দেবেন তা-ই ভাবতে লাগলেন। এই সময় পোষাকুকুরটা সমরেশ স্যারের পায়ের কাছে এসে সটান শুয়ে পড়ে, গড়াগড়ি যায়, লেজ নাড়ে। সমরেশ স্যার কুকুরটার নাম ধরে ধমক দিলেন- এই টম বাইরে যা। কিন্তু টম মালিকের মুখে নিজের নাম শুনে আরো খুশি হয়ে ওঠে। সে স্যারের পায়ের কাছ থেকে নড়ে না। সমরেশ স্যার বাইরে গেলেন। কুকুরটাও পিছুপিছু বাইরে গেল। তাতান বসে রইল একা। সে কিছুতেই বুঝতে পারছে না স্যার কি তার কথাটা আমলে নিলেন নাকি নিলেন না? নাকি স্যার এই প্রশ্নের উত্তরটাই জানেন না বলে এড়িয়ে যেতে চাইছেন? কিন্তু সেটা কেমন করে সম্ভব? স্যার জানেন না এমন কোন কিছু ভূ-ভারতে আছে বলে মনে হয় না তাতানের। তাকে স্কুলের সবাই সবজান্তা স্যার বলে ডাকে- সে তো আর এমনি এমনি নয়!